জামাল লস্কর ,নগরকান্দা -ফরিদপুর থেকে
আরিফুর রহমান তালুকদার পথিক তার লিখিত বক্তব্যে বলেন, অধিকার নামে একটি অনলাইন নিউজ পোর্টালসহ আরো ২/১টি নিউজ পোর্টালে আমার নামে অসত্য ভীত্তিহীন মনগড়া সংবাদ প্রচারিত হয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এলাকার একটি কুচক্রী মহল সাংবাদিকদের ভূল তথ্য সরবরাহ করে সমাজে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে আমার নামে মিথ্যা সংবাদ প্রচার করিয়েছে ।
তিনি লিখিত বক্তব্যে আরো বলেন, যে সাংবাদিকরা সংবাদটি তৈরী করেছেন- তারা এ রির্পোটে আমার কাল্পনিক বক্তব্য প্রচার করেছেন। প্রকৃত সত্য হচ্ছে তারা আমার কোন বক্তব্যেই নেননি। খাদ্য সামগ্রী পায়নি বলে যে সমস্ত লোকদের নাম সংবাদে প্রচার করেছে তারা সবাই খাদ্য সহায়তা পেয়েছে এবং তারা এখানে উপস্থিত আছেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, মিথ্যা প্রচারিত ওই সংবাদে ১০ টাকা কেজি চাল বিক্রয়ে কার্ডধারীদের চাউল না দিয়ে চেয়ারম্যান আত্মসাৎ করেছেন মর্মে উল্লেখ করেছেন। অথচ তারা জানেনন না যে, ১০ টাকা মূল্যে চাল বিক্রির সাথে আমার কোন সম্পৃক্ততা নেই। সরকারি এ প্রকল্পে আমরা ইউপি চেয়ারম্যানগন শুধু যাচাই বাছাই করে নামের তালিকা প্রস্তুত করে দেই। আর চাল বিতরণ করার দায়িত্ব সরকার কর্তৃৃক নির্ধারিত ডিলারদের।
সংবাদে চাল পায়নি বলে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে রিনা বেগম বলেন, শুনেছি আমার নামে পত্রিকায় কি লিখছে। চেয়ারম্যান সাহেব তো আমাকে চাল, আলু, ডাল দিয়েছেন ।
আরেকজন ইয়ার আলী খান বলেন, চেয়ারম্যান সাহেব একজন ভদ্র লোক । সে নিজে আমার বাড়ীতে গিয়ে ত্রাণ দিয়ে এসেছে। এ ব্যাপারে আমার সাথে কোন সাংবাদিকের কথা হয়নি । শুধু শুধু আমার নামে মিথ্যা কথা লিখছে।
সেলিনা বেগম নামে আরেক মহিলা বলেন, আমাদের চেয়ারম্যান একজন ভালো মানুষ। সব সময় আমাদের খোঁজ খবর নেয় । আমাকে করোনার কারনে দুইবার খাদ্য সামগ্রী দিয়েছেন।